মিয়ানমারে সাংবাদিকদের ওপর হামলা


মিয়ানমারে সাংবাদিকদের ওপর হামলা

মিয়ানমারে সেনা অভ্যুত্থান সমর্থনে আনন্দ মিছিলের সময় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মিয়ানমারে কয়েকটি গোষ্ঠী সোমবার সেনা অভ্যুত্থানের সমর্থনে আনন্দ মিছিল বের করে। সে সময় সুলে প্যাগোডার কাছে সামরিক বাহিনী সমর্থিত বিক্ষোভকারীরা স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের ওপর হামলা চালায়।

ব্রিটিশ গণমাধ্যমটি আরো জানায়, ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে সাংবাদিকদের মারধর করতে দেখা যায়। সোমবার ভোরে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানায়, অভ্যুত্থানের পর মিয়ানমার সেনাবাহিনী দেশটিকে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।