সাংবাদিক ও সাহিত্যিক অমিতাভ পাল মারা গেছেন


সাংবাদিক ও সাহিত্যিক অমিতাভ পাল মারা গেছেন

ছবি : সংগৃহীত

 

সাংবাদিক, কবি ও গল্পকার অমিতাভ পাল মারা গেছেন। ১৩ অক্টোবর, বুধবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোনায় মারা যান তিনি।

জানা যায়, পূজার ছুটিতে নেত্রকোনায় শ্বশুরবাড়ি যান অমিতাভ পাল। সেখানে তার শ্বশুর বাড়ি সংলগ্ন এক পূজামণ্ডপে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ তিনি একাত্তর টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে চ্যানেল আই সহ বেশকিছু মিডিয়া হাউসে কাজ করেছেন অমিতাভ পাল।

১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন অমিতাভ পাল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক ও সুইডেন থেকে পরিবেশ বিজ্ঞানে ডিপ্লোমা অর্জন করেন তিনি।

তার লেখা বেশকিছু কবিতার বই সহ আছে একাধিক গল্পের বই। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে ‘গণবেদনার গাথা’, ‘অ্যাপসগুলি’, ‘পুননির্বাচিত আমি’ ও ‘রাতপঞ্জি’।

শুরুতে পেশা হিসেবে এনজিওতে যোগ দিলেও পরে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হোন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে একাত্তর টেলিভিশন পরিবার।